40 C
আবহাওয়া
৬:৩২ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » কোভিড-১৯ ভ্যাকসিন: ৩৫ উর্ধ্ব সবাই নিবন্ধন করতে পারবেন

কোভিড-১৯ ভ্যাকসিন: ৩৫ উর্ধ্ব সবাই নিবন্ধন করতে পারবেন

কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন

বিএনএ, ঢাকা: কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের যে প্ল্যাটফর্মটিতে রয়েছে, এত দিন বিশেষ ক্যাটাগরিগুলো উন্মু্ক্ত ছিল। কিন্তু এবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ায় বুধবার (৭ জুলাই) থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, যাদের বয়স ৩৫ বা তার চেয়ে বেশি, তারা সবাই এখন থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।

ভ্যাকসিন পেতে নিবন্ধন করতে যা দরকার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ৬জুলাই একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আগে ৪০ বা তার চেয়ে বেশি বয়সীরা নিবন্ধন করতে পারতেন। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী, ৩৫ বা তার চেয়ে বেশি বয়সীরা নিবন্ধনের সুযোগ পাবেন। সার্ভার ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। রাত ১২টা থেকে চাইলেই যে কেউ কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। তবে রাতে সার্ভারে কাজ চলার কারণে অ্যাপে ঢুকতে অসুবিধা হতে পারে। তাই বুধবার(৭জুলাই) সকাল থেকে যেন সবাই নিবন্ধন শুরু করে।

নিবন্ধনের সময় যা দরকার

ন্যাশনাল আইডি কার্ড, সঠিক ফোন নাম্বার ও আপনার প্রয়োজনীয় তথ্য।

 

কোভিড-১৯ করোনা ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া

 

০১. অনলাইনে নিবন্ধন: 

প্রথমে সুরক্ষা পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।

০২.  SMS নোটিফিকেশন

অনলাইনে নিবন্ধন পরবর্তী তথ্য যাচাইপূর্বক পর্যায়ক্রমে টিকা প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লেখপূর্বক মুঠোফোনে খুদেবার্তা পাবেন।

০৩. টিকা কেন্দ্রে টিকা গ্রহণ

মুঠোফোনে খুদেবার্তা প্রাপ্তি সাপেক্ষে টিকাকার্ড জাতীয় পরিচয়পত্র ও সম্মতিপত্রসহ নির্দিষ্ট তারিখে টিকাদান কেন্দ্রে স্ব-শরীরে উপস্থিত হয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন।

আপনার এনড্রয়েট ফোনে গুগল প্লে স্টোর থেকে সুরক্ষা(surokkha) অ্যাপটি ডাউনলোড করে নিন। 

বিএনএ বাংলানিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ