18 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কূটক্তির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কূটক্তির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কূটক্তির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বিএনএ,কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ (কাজী ওমর-মাহাবুব) একাংশ। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ একাংশের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক ভূইঁয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি কাজী ওমর সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, বঙ্গবন্ধু পরিষদ একাংশের সাবেক সাধারণ সম্পাদক নাসির হুসাইনসহ প্রমুখ।

সামাজিক অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে বলা হয় আওয়ামী লীগের বাহিরে দেশে আর কাউকে খুঁজে পাওয়া যায়না না। তাহলে এরা কে? আমরা ৭১’র হাতিয়ার শুনেছি কিন্তু ৭৫’র হাতিয়ার বলে এমন আওয়াজ তুলার দুঃসাহস আছে কাদের। এসময় যারা এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বলতে পারে। শক্তি দেখায় তাদের শক্তি কোথাও না কোথাও লুকিয়ে আছে তাই সারা দেশে সবাইকে আমাদের সচেতন থাকতে হবে।

সভাপতির বক্তব্যে কাজী ওমর সিদ্দিকী বলেন, শেখ হাসিনা এগিয়ে আসলেই বাংলাদেশ এগিয়ে যায়। যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায় তারা বাংলাদেশের উন্নয়ন রুখে দিতে চায়। এখন বিএনপি জামাত আবার একজোট হয়ে প্রধানমন্ত্রীকে হত্যা করতে চাই, আমরা এতদিন শুনে এসেছি ৭১’র হাতিয়ার গর্জে উঠো আরেকবার, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি তারা চায় ৭৫’র হাতিয়ার গর্জে উঠুক। এ অশুভ শক্তি ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছিল। তারা এখন শেখ হাসিনাকে হত্যা করে আবারও বাংলাদেশ কে পিছিয়ে দিতে চায়।

তিনি আরও বলেন, যদি কোনো স্বাধীনতা বিরোধী অপশক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করলে তাহলে বঙ্গবন্ধু পরিষদ মাঠে থেকে তার বিরোদ্ধে রুখে দাড়াঁবে। এসময় মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদ একাংশের সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪.কম/হাবিব/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার