20 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » বাসের ধাক্কায় আহত ৫ আসামি

বাসের ধাক্কায় আহত ৫ আসামি

দুর্ঘটনা

বিএনএ, ঢাকা : ঢাকা কেন্দ্রীয় (কেরনীগঞ্জ) কারাগারের সামনে একটি বাসের ধাক্কায় প্রিজন ভ্যানের থাকা পাঁচ জন আসামী আহত হয়েছে। সোমবার (৫ জুন) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহত বন্দীরা হলেন, মুরাদ হোসেন (৩৯),মো. মুন্না মিয়া (২৫),অতুল চন্দ্র রায় (২৪),মো. আতিকুর রহমান (২২) ও রজিব উদ্দিন রুমি (৪৪)। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোমবার রাত পৌনে ৮ টার দিকে কারাগারের সামনে একটি বাস — প্রিজন ভ্যানকে ধাক্কা দেয়। এতে প্রিজন ভ্যানে থাকা ৫ আসামী আহত হয়। তাদের ঢামেকে নিয়ে আসলে চিকিৎকরা ৪ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয় আর অন্য আসামি রাজিব উদ্দীন রুমিকে গুরুতর অবস্হায় ঢাকা মেডিকেলের ২০০ নং ওয়ার্ডে (সার্জারি) বিভাগে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ