14 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » শূন্য কোটায় হজে যেতে আবেদন ১০ মে

শূন্য কোটায় হজে যেতে আবেদন ১০ মে

৩০ জনকে সরকারি খরচে হজে পাঠাতে চায় ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

বিএনএ, ঢাকা: করোনা মহামারীর কারণে গত দুই বছর হজের অনুমতি দেয়নি সৌদি সরকার। এবার অনুমতি দিলেও তাতে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। আগে নিবন্ধন করা থাকলেও এবার ৬৫ বছরের বেশি বয়সী কেউ হজ করতে যেতে পারবেন না।

এবার ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না। তবে তাদের পরিবর্তে পরিবারের অন্য সদস্য তাদের নামে হজে যেতে পারবেন। এ ক্ষেত্রে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে পরিবারের ওই সদস্যের। আগামী ১০ মে’র মধ্যে তাদের অবেদন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৯৫৭ সালের ১ জুলাইয়ের আগে যাদের জন্ম তারা এ বছর হজে যেতে পারবেন না। তবে নিবন্ধিতদের ৬৫ বছর অতিক্রম করলে, তার পরিবর্তে তার পরিবারের অপর সদস্য শূন্য কোটায় হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এতে আগ্রহী ব্যক্তি বেসরকারি এজেন্সির ক্ষেত্রে নিজ নিজ এজেন্সির মাধ্যমে এবং সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত প্রাক-নিবন্ধন গ্রহণ করতে হবে আগামী ১০ মে’র মধ্যে। পরে উভয় জনের স্লিপসহ ঢাকার আশকোনায় হজ ক্যাম্পে সরাসরি বা [email protected] ই-মেইলের মাধ্যমে লিখিতভাবে আবেদন করতে হবে। ১০ মে’র পর কারো আবেদন গ্রহণযোগ্য হবে না।

সৌদি আরবের প্রকাশিত হজ কোটা অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকে এ বছর সর্বোচ্চ সংখ্যক মানুষ হজ করার সুযোগ পাবেন। ইন্দোনেশিয়ার ১ লাখ ৫১ জন হজে অংশ নিতে পারবেন। এর পরই দ্বিতীয় সর্বোচ্চ ৮১ হাজার ১৩২ জন হজ করতে পারবেন পাকিস্তান থেকে। তৃতীয় স্থানে থাকা ভারতের ৭৯ হাজার ২৩৭ জন হজের সুযোগ পাবেন। এ ছাড়া চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের ৫৭ হাজার ৫৮৫ জন হজ করতে পারবেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ