25 C
আবহাওয়া
৩:১১ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাক-লেগুনার সংঘর্ষে এক যুবক নিহত

রাজধানীতে ট্রাক-লেগুনার সংঘর্ষে এক যুবক নিহত

দুর্ঘটনা

বিএনএ,ঢাকা : রাজধানীর রায়েরবাজারে বেড়িবাঁধ সড়কে ইটবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে আশিকুল্লাহ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শনিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মজুমদার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ইটবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দু’জন আহত হন। আহত লেগুনাযাত্রীদের উদ্ধার করে সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।

নিহত যুবকের বাসা হাজারীবাগ এলাকায়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান লিটন মজুমদার।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ