বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ও গাজায় অনেকগুলো বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে এ হামলা চালানো হয়।
ইসরায়েল দাবী করেছে,সেখানে থাকা ফিলিস্তিনি হামাস গোষ্ঠী-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু ও “সন্ত্রাসী অবকাঠামোর” ওপরই এসব আক্রমণ চালানো হয়েছে।
আক্রান্ত লক্ষ্যবস্তুর মধ্যে অস্ত্র তৈরির কারখানা, ওয়ার্কশপ ও সুড়ঙ্গ রয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানায়।
ফিলিস্তিনিরাও এর জবাবে গাজা থেকে অন্তত ৪৪টি রকেট হামলা চালায়। এগুলোর বেশিরভাগই ইসরায়েলের ‘আয়রন ডোম’ নামের প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথে থামিয়ে দেয়, তবে একটি রকেট সিডেরট শহরের একটা বাড়ির ওপর আঘাত হানে।
দু’পক্ষের কোন আক্রমণেই কেউ হতাহত হবার খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের ভেতরে মোট ৩৪টি রকেট নিক্ষেপ করা হয়, এবং হামাসই এসব আক্রমণ চালিয়েছে।
হামাস অবশ্য এ রকেট হামলার ব্যাপারে কিছু বলেনি, তবে বৈরুত সফররত সংগঠনটির নেতা ইসমাইল হানিয়ে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা “হাত গুটিয়ে বসে থাকবে না।“
বিএনএনিউজ/এইচ.এম।