27 C
আবহাওয়া
৫:৫১ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ‘গণমাধ্যমকর্মী আইনের খসড়া শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক’

‘গণমাধ্যমকর্মী আইনের খসড়া শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক’

‘গণমাধ্যমকর্মী আইনের খসড়া শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক’

বিএনএ, ঢাকাগণমাধ্যমকর্মী আইন (চাকরির শর্তাবলি) ২০২২-এর খসড়ায় শ্রম আইনের বেশ কিছু সুবিধা কেড়ে নেয়া হয়েছে। সাংবাদিকদের গ্র্যাচুইটি কমানো ও ইউনিয়ন করার অধিকার কেড়ে নেয়া হয়েছে। আর ‘গণমাধ্যমকর্মী’ শব্দ ব্যবহার করে সাংবাদিক পরিচয়টি মুছে ফেলার অপচেষ্টা করা হচ্ছে। এ আইনে মালিকদের বেশি সুরক্ষা দেওয়া হয়েছে বলে অভিযোগ সাংবাদিকদের।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সাংবাদিক ফেডারেশন ও ইউনিয়নের নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজে (বিএনপিপন্থী অংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, গণমাধ্যমকর্মী আইন শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক। শ্রম আইনে সাংবাদিকদের চাকরির শর্তাবলি অনেক আলাপ-আলোচনার মধ্য দিয়ে স্বীকৃত। সেখানে নতুন আইনের দরকার নেই।

বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ বলেন, এ আইনে সরকারের ঘনিষ্ঠ মালিকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সরকার চাইলেই অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকদের চাকরিচ্যুত করতে পারবে।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘আমাদের শেষ পরিচয় সাংবাদিক, তা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এখন সংবাদপত্রকর্মী তকমা দেয়া হচ্ছে।

বিএফইউজে মহাসচিব নুরুল আমিন বলেন, ‘গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের অধিকার, মানসম্মান আরও ভূলুণ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। পূর্বপ্রতিষ্ঠিত অধিকারকে খর্ব করে আমাদের আরও বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে।’

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ