16 C
আবহাওয়া
৫:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে চোরাই প্রাইভেটকারসহ আটক তিন

চট্টগ্রামে চোরাই প্রাইভেটকারসহ আটক তিন

চট্টগ্রামে চোরাই প্রাইভেটকারসহ আটক তিন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর থানার মইন্নাপাড়া আইকন টাওয়ার এলাকা থেকে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই গাড়িও উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইব্রাহিম (৩৪), মো. রুবেল (৩০) ও মো. সিরাজ (৪০)।

নগর গোয়েন্দা উত্তর বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাই একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ