বিএনএ, গাজীপুর : গাজীপুরে লকডাউন শিথিল করে এবং স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবিতে দোকান মালিক ও সাধারণ ব্যবসায়ীরা বিশাল মানববন্ধন পালন করেছেন।
বুধবার (৭) এপ্রিল সকালে, গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা এ মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় দেশব্যাপী সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের তৃতীয় দিনের মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হলো।
দোকান মালিক ও ব্যবসায়ীরা জানান,দেশের প্রত্যেক অঞ্চলের সাধারণ ব্যবসায়ী এবং দোকান মালিকরা লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। মানুষের রুটি – রুজি বন্ধ করে
লকডাউন পালন করার পক্ষে কেউ নয়। তাই তারাও রাস্তায় নেমেছেন। নিজে এবং নিজের পরিবারকে বাচানোর জন্য এ ছাড়া তাদের আর কোন উপায় নাই বলে তারা জানান।
ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত (১৮) দফা স্বাস্থ্য বিধি মেনে দোকানপাট খুললে এক দিকে যেমন লকডাউন মানাও হলো পাশাপাশি মানুষের চলার ব্যবস্থাও হবে এবং দেশের অর্থনীতির চাকাও সচল থাকবে।
বিএনএনিউজ/ এম. এস. রুকন/ এইচ.এম।