27.8 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৫
Bnanews24.com
Home » স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

স্বাধীনতা বিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

বিএনএ ডেস্ক, ঢাকা: স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে এদের মোকাবিলা করা হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে দেশের আপামর জনতা যেভাবে ঐক্য গড়ে তুলেছিল, ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় বর্তমানেও একই ঐক্য প্রয়োজন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ