21 C
আবহাওয়া
১১:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা, প্রতিপক্ষ খুলনা টাইগার্স

টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা, প্রতিপক্ষ খুলনা টাইগার্স

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) এ বুধবারের (৭ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।

দুপুর দেড়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

টানা চার জয়ের পর হারের তিক্ত স্বাদ নেয়া খুলনা, এই ম্যাচে আবারো ছন্দে ফিরতে চায়। কুমিল্লার জন্যেও ম্যাচটা গুরুত্বপূর্ণ। বর্তমান চ্যাম্পিয়নরা ৫ ম্যাচে ৩ জয় পেয়েছে, বলতে গেলে ছন্দে নেই লিটন-রিজওয়ানরা।


খুলনার বিপক্ষে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে জয়ভিন্ন কোন উপায় থাকছে না। খুলনার জন্য অবশ্য মিশনটা ধারাবাহিকতায় ফেরার। শেষ ম্যাচে বরিশালের কাছে হারের পর তাই এ ম্যাচে নিজেদের পুরনো ছন্দে খুঁজে পেতে চায় এনামুল হক বিজয়ের দল।
 

কুমিল্লা একাদশে যারা থাকছে
লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম, তাওহীদ হৃদয়, জাকির আলি, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, খুশদিল শাহ ও উইল জ্যাক্স। 
যারা আছে খুলনা একাদশে
এনামুল ইসলাম (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসুম আহমেদ ও আকবর আলি।
 

ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স। সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিএনএনিউজ২৪,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ