17 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » তুরস্ক-সিরিয়ায় ২৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত: ডব্লিউএইচও

তুরস্ক-সিরিয়ায় ২৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত: ডব্লিউএইচও

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প

বিএনএ: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২৩ মিলিয়ন বা ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ জরুরী কর্মকর্তা অ্যাডেলহেইড মার্শাং বলেন, ইভেন্ট ওভারভিউ ম্যাপ দেখা যায়, ভূমিকম্পে দুর্গতদের মধ্যে ৫০ লাখ মানুষ আছেন যারা বেশি ক্ষয়ক্ষতির শিকার। এবং তাদের মধ্যে নিহতের সংখ্যাও বেশি হতে পারে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলে সাধারণ মানুষের ঘর-বাড়ি ও স্বাস্থ্য অবকাঠামো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুর্কি ও উত্তর-পশ্চিম সিরিয়ায় ক্ষয়ক্ষতির সংখ্যা বেশি বলেও জানান তিনি।

তুরস্ক ও সিরিয়ায় ঠাণ্ডা বরফ ও আফটারশকের মধ্যে কাজ করা উদ্ধারকারীদের সাহসী উল্লেখ করে তিনি বলেন, ধসে পড়া ভবন থেকে তারা জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। এই কাজকে তিনি ‘এখন সময়ের বিরুদ্ধে একটি দৌড়’ হিসেবে উল্লেখ করেন। বলেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি জরুরিভাবে এই অঞ্চলে সহায়তা পাঠাচ্ছে।

ভূমিকম্পের কারণে উত্তর-পশ্চিম সিরিয়ায় সীমান্ত দিয়ে চলাচল ব্যাহত হচ্ছে। এতে সংকট আরও বাড়বে বলে মনে করেন মার্শাং।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ