25 C
আবহাওয়া
৭:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় ‘আল আমিন হজ্ব মিশনে’র অফিস উদ্বোধন

আনোয়ারায় ‘আল আমিন হজ্ব মিশনে’র অফিস উদ্বোধন


বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় জমকালো আয়োজনের মাধ্যমে ‘আল আমিন হজ্ব মিশন ট্যুরস এন্ড ট্রাভেলসের অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি)  বিকাল ৬টায় চাতরী চৌমুহনী বাজারের মা- সুপার মার্কেটের নীচ তলায় এটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, সাবেক সভাপতি এম আনোয়ারুল হক, আল আমিন হজ্ব মিশন ট্যুরস এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান জামিল আহমদ ফয়জী,  আল আমিন হজ্ব মিশন  ট্যুরস এন্ড ট্রাভেলস আনোয়ারা অফিসের  পরিচালক ও আনোয়ারা প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ মনছুর, আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) সভাপতি রুপন দত্ত, সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ, ইউপি সদস্য রাশেদ নেওয়াজ ছুট্টু, আব্দুল মান্নান, মো. সামশু, জিয়া উদ্দিন, হাছান তারেক, ধনঞ্জয় বিশ্বাস ভোলা, বিশিষ্ট  ব্যবসায়ী মো. ওসমান, মো. মঈনুদ্দিন, হাফেজ মো. জমির উদ্দিনসহ  সাংবাদিক মে. জাহিদসহ  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা ফিতা কেটে আল আমিন হজ্ব মিশন ট্যুরস এন্ড ট্রাভেলসের  আনোয়ারা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ