20 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » প্রেমিকার অন্যত্র বিয়ে, ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

প্রেমিকার অন্যত্র বিয়ে, ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

বিএনএ,ঢাকা : টাঙ্গাইলের মধুপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় প্রিতম কুমার সিংহ আকাশ (২১) নামে ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত‌্যা করেছেন।

জানা যায়, টাঙ্গাইলের কুমু‌দিনী সরকারি ম‌হিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিতমের। সম্প্রতি মেয়েটির অ‌ন‌্যত্র বি‌য়ে হয়ে যায়। প্রেমিকাকে হারানোর বেদনা ও ক্ষোভে রোববার ( ৬ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়িতে ইঁদু‌র মারার বিষপান করে আত্মহত‌্যার চেষ্টা ক‌রেন প্রিতম।

এতে তিনি অসুস্থ‌ হয়ে পড়‌লে প্রথমে তাকে মধুপুর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্স ভ‌র্তি করা হয়। পরে তার শা‌রীরিক অবস্থার অবন‌তি হলে উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়।

বিএনএনিউজ২৪.কম/আজিজ/এনএএম

Loading


শিরোনাম বিএনএ