16 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বইছে শৈত্যপ্রবাহ, কমতে পারে তাপমাত্রা

বইছে শৈত্যপ্রবাহ, কমতে পারে তাপমাত্রা

আগামি ৫ দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই

বিএনএ ডেস্ক: নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহে এবং সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে, রংপুর অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে রংপুর নগরীর তাজমহল পার্কের মোড় শাপলা চত্বর ও জাহাজ কোম্পানি মোড় ঘুরে দেখা গেছে,তীব্র কুয়াশায় যেন একেবারে পথঘাট ফাঁকা। কয়েক গজ দূরের কিছু কুয়াশার কারণে দেখাই যায়না। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের গায়ে উঠছে কয়েক স্তরের গরম কাপড়।

সোমবার (সোমবার ৭ ফেব্র্রুয়ারি) সকাল ৬ টায় আবহাওয়া অফিসের পাওয়া তথ্যমতে, রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে কুয়াশা আর জেঁকে বসা হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন। এরপরও বসে নেই দিনমজুর ও কৃষক-শ্রমিকরা। জীবিকার তাগিদে মাঠে নেমেছেন তারা। এছাড়া ছিন্নমূল মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ