28 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় রংমিস্ত্রির মৃত্যু

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় রংমিস্ত্রির মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় রাশেদ মিয়া (২৮) নামে এক রংমিস্ত্রি মারা গেছেন। ঢামেক হাসপাতালে রাত ১২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটে।

মৃতের স্যালক আব্দুল জলিল জানান, একই সঙ্গে আমি, রাশেদ ও দুইজন সহকর্মী রঙের কাজ শেষে করে রাতে তেজগাঁও এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলাম। কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রাশেদ গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নাজির আহম্মেদের ছেলে। বর্তমানে গাজীপুরে পরিবারের সাথে থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি।

বিএনএনিউজ/আজিজুল, জেবি

Loading


শিরোনাম বিএনএ
হৃদয় তরুয়া হত্যা মামলায় মধ্যরাতে যুবলীগ নেতা এরশাদ গ্রেপ্তার মবের শিকার কোতোয়ালির সাবেক ওসি নেজাম! রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ হওয়া উচিত: সংস্কার কমিশন পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে ডিবি কাউকে আটক করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্বোদন হলো ‘রিভারস্টোন রেস্টুরেন্ট’ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি পূর্বাচলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার