21 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » হাজারীবাগ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাজারীবাগ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪


বিএনএ, ঢাকা: রাজধানীর হাজারীবাগে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে শিশুসহ চারজন আহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন  আমির হোসেন (৬০), বাদল আহমেদ (৫০), তার ছেলে তানভির আহমেদ (৮) ও মাকসুদা বেগম (৫০)।

আহত মাকসুদা জানান, তাদের বাসা ভোট কেন্দ্রের পাশেই।ভোট দিয়ে তিনি কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পায়ে এসে আঘাত লাগে।

তার ধারণা, রাস্তার পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।

এ দিকে আহত বাদল আহমেদ জানান, কেন্দ্রের সামনে দিয়ে ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছিলাম ।তখন রাস্তায় তাদের পাশেই বিস্ফোরণ ঘটে। এতে তার ছেলের ডান পায়ে জখম আর আমার নিজের থুতনিতে সামান্য জখম হয়।

আহত আমির জানান, ভোট দিয়ে বের হয়ে বাসায় ফেরার সময় ওই বিস্ফোরণের ঘটনায় আহত হই। আমার বাম পায়ের উরুতে আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ