15 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » মুন্সিগঞ্জে নৌকা সমর্থকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে নৌকা সমর্থকের মরদেহ উদ্ধার

ভোট

বিএনএ ডেস্ক: মুন্সিগঞ্জ-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর এক সমর্থকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে মিরকাদিম পৌরসভার টেংগোর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম জিল্লুর রহমান। তিনি এলাকায় নৌকা প্রতীকের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সড়কের পাশে মরদেহটি পড়েছিল। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক। তিনি দুবার এ আসনের সংসদ সদস্য ছিলেন। জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ফয়সাল কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তার বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। ফয়সাল দুবার মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ