20 C
আবহাওয়া
১০:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » এক সপ্তাহে ঢামেক করোনা ইউনিটে ২২ মৃত্যু

এক সপ্তাহে ঢামেক করোনা ইউনিটে ২২ মৃত্যু


বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা ইউনিটে করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্হায় গত এক সপ্তাহে ২২জন মারা গেছেন। অপরদিকে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১৬৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার(৭ জানুয়ারি) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এক সপ্তাহ ধরে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৫ থেকে ১৬ জন রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত বছর শেষের দিকে করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় হাসপাতালের নতুন ভবনে আমরা পুনরায় মেডিসিন রোগী ভর্তি শুরু করি।’

তিনি আরও বলেন, ‘ মেডিকেল–২ নতুন  ভবনের নয় তলায় করোনা আক্রান্ত রোগীদের ভর্তি নেওয়া হতো। যেহেতু এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তাই আমরা আগের অবস্থানে ফিরে যাওয়া শুরু করেছি। ৮ তলায় আবারও করোনা আক্রান্তদের ভর্তির কার্যক্রম শুরু করা হয়েছে।’

করোনা রোগীর সংখ্যা যদি আরও বেড়ে যায় তাহলে আগের মতোই পুরো ভবন করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

পরিচালক বলেন, ১ জানুয়ারি থেকে ৭জানুয়ারি বিকেল পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে আাসা করোনা ভাইরাসে আক্রান্ত উপসর্গ নিয়ে ২২ জন মারা গেছেন। আমাদের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব ধরণের  ব্যবস্থা রয়েছে। আমাদের ডাক্তার, নার্স ও কর্মচারীরা প্রস্তুত আছে। আল্লাহরহমতে কোন সমস্যা হবে না।

ঢামেক হাসপাতালের মর্গের কর্তব্যরত ওয়ার্ড মাষ্টার আব্দুল গফুর জানান, চলতি বছরে প্রথম সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে ২২জন মারা গেছেন। পরে মৃতদেহ তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ