16 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিরপুর টেস্টে ধারাভাষ্য দেবেন তামিম ইকবাল

মিরপুর টেস্টে ধারাভাষ্য দেবেন তামিম ইকবাল

ওপেনার তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের। আজ বুধবার(৬ ডিসেম্বর) থেকে মিরপুরে শুরু হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্টের প্রথম দিন প্রায় ঘণ্টাখানেক সময় ধারাভাষ্য দেবেন তিনি। এরআগে বিপিএলে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম।

মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্টেটাসে এ তথ্য জানিয়েছেন তামিম ইকবাল।

ফেসবুক স্টেটাসে তামিম ইকবাল লেখেন, ‘ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের ছোট্ট অংশ হিসেবে থাকব আমি। আমার স্লট: ১২টা ৪০ থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। আবারও ধারাভাষ্য কক্ষের অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি।’

এর আগে গত বছর বিপিএলে খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম।

গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর মাঠের বাইরে রয়েছেন তামিম ইকবাল। ফিটনেস সংকটে খেলা হয়নি বিশ্বকাপ। আসন্ন বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে ওপেনার তামিমের।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ