বিএনএ ঢাকা: মহামারি করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। ফলে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৫ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে আরও ২৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন।
সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, নতুন যারা মারা গেছেন,তাদের মধ্যে ঢাকায় দুই, রাজশাহী ও ময়মনসিংহে একজন করে রয়েছেন। এদের এক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন। একজন সরকারি ও তিনজন বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত পুরুষ মারা গেছে ১৭ হাজার ৯১৬ জন। নারী মারা গেছে ১০ হাজার ৮৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৯ হাজার ২২১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ২৩৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ।
এর আগে রোববার (৫ ডিসেম্বর) করোনায় ছয়জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ১৯৭ জনের দেহে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ।
বিএনএনিউজ/আরকেসি