28 C
আবহাওয়া
২:২৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » অং সান সু চির ৪ বছরের কারাদণ্ড

অং সান সু চির ৪ বছরের কারাদণ্ড

সূচি

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দায়ের করা কয়েক ডজন মামলার মধ্যে প্রথমটির রায় দিয়েছে মিয়ানমারের আদালত। জনগণকে সরকার বিরোধী কাজে উস্কানি দেওয়ায় এবং প্রাকৃতিক দুর্যোগ আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে।

গণতন্ত্রকামী এ নেত্রীকে সোমবার (৬ ডিসেম্বর) চার বছরের কারাদণ্ড দেন আদালত। খবর বিবিসির।

উস্কানি দেয়া এবং একটি প্রাকৃতিক দুর্যোগ আইন ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়েছে। সু চির বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার একশো বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

এই বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ৭৬ বছর বয়সী অং সান সু চি মিয়ানমারের নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্বে ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং অনেকগুলো মামলা করা হয়েছে।

এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেয়ার মতো অভিযোগ। এরপর থেকে আদালতে উপস্থিতির সময় ছাড়া তার সম্পর্কে খুব কমই জানা বা দেখা গেছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ