27 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » যৌথ বাহিনীর অভিযানে আটক ১৯৪

যৌথ বাহিনীর অভিযানে আটক ১৯৪

চট্টগ্রামে সাংবাদিক-পুলিশ মিলে ডাকাতির ছক এএসআই গ্রেফতারে তোলপাড়

বিএনএ, ঢাকা : দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী গত ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশব্যাপী বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্তসহ ১৯৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ রাজধানীসহ সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সেনাবাহিনী ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়।

অভিযান চলাকালে ৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭টি পিস্তলের ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১৮টি ককটেল, ২৩টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ