16 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি

ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৬ নভেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করে তার সাথে নিজের একাধিক ছবি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

এক্সে মোদি লিখেছেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন।

পোস্টে মোদি ট্রাম্পের আগের মেয়াদের সাফল্যের প্রশংসা করেছেন। এ ছাড়া মোদি বলেছেন, ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আমাদের সহযোগিতার পুনর্নবীকরণের জন্য উন্মুখ হয়ে আছি। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য,  বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।

ট্রাম্পের ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিত নরেন্দ্র মোদি। বেশ কয়েকদিন আগেও ট্রাম্প মোদিকে এক এক্স বার্তায় ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ