23 C
আবহাওয়া
৯:৫৫ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট খেলা দেখতে কুবি শিক্ষার্থীদের ভিড়

বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট খেলা দেখতে কুবি শিক্ষার্থীদের ভিড়


বিএনএ, কুবি:  চলমান টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভিড় জমিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। নিজ বিশ্ববিদ্যালয়ের হলে খেলা দেখতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

রোববার (০৬নভেম্বর) সকালে শুরু হওয়া বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি চরম উত্তেজনায় উপভোগ করছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীরা।

খেলা দেখতে দেখতে মার্কেটিং ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. ইলিয়াস বলেন, ক্রিকেট আমার পছন্দের খেলা। বাংলাদেশের খেলা নামে অন্যরকম অনুভূতি কাজ করে। হলের টিভির রুমে বসে সিনিয়র-জুনিয়র একসাথে খেলা দেখতে পারার মজায় আলাদা। আশা করছি, বাংলাদেশ আজকে ভাল কিছু করবে।

বাংলা ১১তম ব্যাচের শিক্ষার্থী সিফাত ফয়েজ বলেন, খেলা আমার প্রিয়। আমি ছোটবেলা থেকেই খেলার জন্য পাগল ছিলাম। বাংলাদেশের খেলা হলে তো কথাই নাই। যেখানে অন্যরকম ভাললাগা কাজ করে।

 

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর রাশিয়ায় তেল ডিপোতে ইউক্রেনের হামলা প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান আনোয়ারায় নৌযান মালিক-মাঝিদের প্রশিক্ষণ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪ যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা