22 C
আবহাওয়া
৭:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » পাহাড়তলীতে ট্রেনে পাথর নিক্ষেপ : দুই চালক আহত

পাহাড়তলীতে ট্রেনে পাথর নিক্ষেপ : দুই চালক আহত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনের সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেনের দুই চালক আহত হন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পাহাড়তলীর কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রেন চালক (লোকোমাস্টার) মুন্সি মোহাম্মদ রাসেল এবং সহকারী চালক সুমন কুমার শীল।

রেলওয়ে পুলিশের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক হাসান আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে ট্রেনটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ট্রেনটি পাহাড়তলী স্টেশন অতিক্রম করার সময় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের সামনের কাঁচ ভেঙে গিয়ে দু’জন আহত হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ