28 C
আবহাওয়া
৯:৩৯ অপরাহ্ণ - জুন ৮, ২০২৩
Bnanews24.com
Home » কাবুলে মসজিদে আত্মঘাতি বিস্ফোরণে নিহত ৪

কাবুলে মসজিদে আত্মঘাতি বিস্ফোরণে নিহত ৪

কাবুলে মসজিদে আত্মঘাতি বিস্ফোরণে নিহত ৪

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে আত্মঘাতি বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মসজিদটি কাবুলের প্রধান সড়কে এবং কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত।বিস্ফোরণের সময় মসজিদে মন্ত্রণালয়ের কর্মী ও অতিথিরা নামাজ পড়ছিলেন মুসল্লিরা।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে ইসলামিক স্টেটের খোরাসান (আইএস-কে) শাখা তালেবান ও সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর হামলা জোরদার করেছে।

তালেবান নিযুক্ত মুখপাত্র আব্দুল নাফি টাকোর এক টুইট বার্তায় বলেন, দুঃখজনকভাবে আজ দুপুর দেড়টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার মুসল্লি নিহতের পাশাপাশি ২৫ জন আহত হন। ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত জানার পর গণমাধ্যমে জানানো হবে।

বিএনএ/ওজি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ