33 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » মুন্সীগঞ্জে নেশাজাতীয় দ্রব্য পানে চারজনের মৃত্যু

মুন্সীগঞ্জে নেশাজাতীয় দ্রব্য পানে চারজনের মৃত্যু

লোহাগাড়ায় ঘরে মিললো বৃদ্ধার ঝুলন্ত মরদেহ

বিএনএ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সদরের মাকহাটিতে নেশাজাতীয় দ্রব্য পান করে কমপক্ষে চার জন মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তারা এ দ্রব্য পান করে শুক্রবার দিনের বিভিন্ন সময়ে মৃত্যু বরণ করেন। এ নেশাদ্রব্য পান করে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত হওয়া গেছে।

নিহতরা হলেন টংগিবাড়ী উপজেলার কে শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের শাহেদ আলী ব্যাপারীর ছেলে বাচ্চু বেপারী, আবু মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সী ও মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন রহমত উল্লাহ, আলআমিন ও সিজান।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিদুল ইসলাম জানান, কমপক্ষে তিনজন মারা যাওয়ার খবর আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। তারা হোমিও নামের কোনো নেশাজাতীয় দ্রব্য পান করেছিল বলে শুনেছি।

টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, আমরা জানতে পেরেছি সদর উপজেলার দুইজন ও টংগিবাড়ী উপজেলার দুইজন মারা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানতে পারিনি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিছুর রহমান স্থানীয় ব্যবসায়ী জনৈক হাবিবের বরাত দিয়ে জানান, চারজন নিহত হয়েছে।

তবে তিনি তিনজনের পরিচয় দিতে পারলেও চতুর্থ ব্যক্তির পরিচয় দিতে পারেননি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ