24 C
আবহাওয়া
১:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » যে চিঠি পরীমনির সকল শক্তির উৎস

যে চিঠি পরীমনির সকল শক্তির উৎস


বিএনএ নিউজ ডেস্ক: গ্ল‌্যামার কন্যা পরীমনি বরাবরই তার ভক্তদের সঙ্গে নিজের নানা বিষয় ফেসবুকে শেয়ার করে থাকেন। দীর্ঘ ২৭ দিন পর গত ১ সেপ্টেম্বর সকালে জামিনে কারামুক্ত হয়ে বাসায় ফিরেন তিনি। এ জন‌্য তার ফেসবুকে কোনো আপডেট ছিল না।

রোববার (৫ সেপ্টেম্বর) পরীমনি হাতে লেখা একটি চিঠির ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

ক্যাপশনে তিনি লিখেন, ‘একটা চিঠি। আমার সব শক্তির গল্প এখানেই।’ পোস্ট করা চিঠিতে দেখা যায়, ‘নানু আমি ভালো আছি। কোনো চিন্তা করবা না। তোমার সাথে শিগ্রই দেখা দিব।’ চিঠিটি কার হাতের লেখা তা ক‌্যাপশনে উল্লেখ করেননি পরীমনি। ধারণা করা হচ্ছে, পরীমনির নানা শামসুল হকের লেখা চিঠি এটি। তবে এ বিষয়ে পরীমনির মন্তব্য পাওয়া যায়নি।

গত ৩১ আগস্ট ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে মাদকসহ পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এরপর ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ