17 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ড. ইউনূসের নাম প্রস্তাব নি‌য়ে জামায়াত কী ভাব‌ছে

ড. ইউনূসের নাম প্রস্তাব নি‌য়ে জামায়াত কী ভাব‌ছে


বিএনএ, ঢাকা : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্ররা ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। তারা করতেই পারে, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে ধারণ করি। যদি জাতি একটা সুস্থ রাস্তায় ওঠে এটা হবে তাদের ত্যাগের ফসল।

মঙ্গলবার(৬আগস্ট)রা ।জধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান।

 

শফিকুর বলেন,‘তাদের অধিকার আছে এ ধরনের কিছু বলার। রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন ছাত্রদেরও কথা শোনেন। রাষ্ট্রপতি কথা দিয়েছেন, তাদের কথা শুনবে।  তাই এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না।’

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ