14 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » শপথ নিলেন সাজ্জাদুল হাসান ও মহিউদ্দিন বাচ্চু

শপথ নিলেন সাজ্জাদুল হাসান ও মহিউদ্দিন বাচ্চু


বিএনএ, ডেস্ক : উপ-নির্বাচনে নেত্রকোনা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এবং চট্টগ্রাম-১০ থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু শপথ নিয়েছেন।

রোববার (৬ আগস্ট) সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত এ দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম  সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া  সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ