18 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » অপু বিশ্বাস ফতুল্লা থানায় ?

অপু বিশ্বাস ফতুল্লা থানায় ?

অপু

বিনোদন ডেস্ক: হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এলেন ঢালিউড কুইন খ্যাত চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি নিরবে থানায় আসেন। কিছুটা সময় থেকে ৯টার দিকে চলে যান।

এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।

তিনি বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে আমার আগে থেকেই পরিচয়। বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিই। সেই সুবাদে পরিচয়। আজ তিনি এদিক দিয়ে যাচ্ছিলেন। তাই আমার সঙ্গে দেখা করে গেলেন।’

কোনো আইনগত বিষয়ে কথা বলতে এসেছিলেন কিনা জানতে চাইলে ওসি জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে না জানিয়ে অনেকটা হঠাৎ করেই থানায় এসেছেন।

এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর মাঝে সম্প্রতি ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেছে তাদের। কদিন আগেই ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন নায়িকা। শাকিব খানের সংসারে ফেরার ব্যাপারে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান, তাদের মধ্যে দূরত্ব ছিল কিন্তু কোনো বিরোধ ছিল না।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ