17 C
আবহাওয়া
৯:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশেল ঢাকায়

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশেল ঢাকায়

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশেল ঢাকায়

বিএনএ, ঢাকা: চারদিনের সফরে ঢাকায় এসেছেন  যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন । শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকায় এসে পৌঁছান।

সফরকালে বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে।

মিশেল জে সিসন সফর সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সফরে যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ