16 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বজ্রপাতে যুবকের মৃত্যু

বজ্রপাতে যুবকের মৃত্যু

বজ্রপাত

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে বজ্রপাতে মো. বুলবুল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) দুপুর  আড়াইটার দিকে বায়েজিদ থানাধীন বাংলাবাজার ২ নম্বর গলির মুক্তিযোদ্ধা কলোনির একটি নির্মানাধীন ভবনে এক ঘটনা ঘটে। নিহত বুলবুল নগরের বাংলাবাজার জামতলা মুক্তিযোদ্ধা কলোনীর মো. নজরুল ইসলামের ছেলে।

পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদেকুর রহমান গণমাধ্যমকে জানান, নির্মানাধীন মাশাল্লাহ ভবনের ৭ম তলায় কাজ করছিল বুলবুল। এসময় তার শরীরে বজ্রপাত হলে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এন এএম

Loading


শিরোনাম বিএনএ