বিএনএ ডেস্ক: আগামী তিন দিনে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভবনা রয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৬ আগস্ট) আবহাওয়াবিদ মো. ওমর বলেন, আগামী তিন দিনে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলসহ কয়েক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। আর বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, রংপুর ও সৈয়দপুর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছুটা কমতে পারে। এছাড়া দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভবনা রয়েছে।
বিএনএ/এ আর