28 C
আবহাওয়া
১২:৪৪ পূর্বাহ্ণ - জুলাই ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা


বিএনএ, রাউজান : রাউজানের কদলপুরে দিনেদুপুরে মো. সেলিম (৪০) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। রবিবার (৬ জুলাই) বেলা ১২টায় কদলপুর ঈশান ভট্টের হাটে এই ঘটনা ঘটে।

নিহত সেলিম কদলপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমীর হোসেন প্রকাশ ছোট বাইল্যার ছেলে।

নিহতের ফুফাতো ভাই মো. রিদুয়ান বলেন, ‘চাচির জানাজার নামাজ শেষে ওষুধ কিনতে ঈষাণ ভট্টের হাট এলাকায় গিয়েছিলেন সেলিম। তার সঙ্গে ছিলেন স্ত্রী ফেরদৌস আক্তার ও মেয়ে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা পরা দুই যুবকসহ ৪-৫ জন দুর্বৃত্ত এসে সেলিমকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে।’

সেলিমের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন, ‘হঠাৎ একটি অটোরিকশায় কয়েকজন এসে আমার স্বামীকে গুলি করে পালিয়ে যায়। আমিও মোটরসাইকেল থেকে পড়ে যাই। হামলাকারীদের মধ্যে ইলিয়াস নামে একজনকে চিনেছি।’

ঘটনার পরপরই তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘গুলিবিদ্ধ সেলিমকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ