ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর দারুস সুন্নাহ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু।
শনিবার(৬ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী ও জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক।
সভাপতিত্ব করেন উত্তর যশপুর দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব বেলায়েত হোসেন বেলাল।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দীন/এইচমুন্নী, এসজিএন