21 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মালিবাগে ট্রেনের ধাক্কায় নিহত ১

মালিবাগে ট্রেনের ধাক্কায় নিহত ১

মালিবাগে ট্রেনের ধাক্কায় নিহত ১

বিএনএ, ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় চা পান করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নজির আহমদ (৪০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নজির আহমদ সোহাগ পরিবহন বাসের হেলপার ছিলেন।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহাম্মদ জানান, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মালিবাগ রেলগেটের পূর্বপাশে কমলাপুর থেকে ছেড়ে আসা কোনো একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হয়।

সোহাগ পরিবহনের মালিবাগ গ্যারেজের ফোরম্যান মো. সেলিম জানান, চট্টগ্রাম জেলার চকবাজার থানার ওমর আলী মাতব্বর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে সে। সোহাগ পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন এবং বাসের মধ্যেই থাকতেন। বুধবার বিকেলে গ্যারেজ থেকে বের হয়ে তিনি রেললাইনের পাশে চা পান করতে যান। কিছুক্ষণ পর তারা খবর পান, ট্রেনের ধাক্কায় মারা গেছেন তিনি।

বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম

Loading


শিরোনাম বিএনএ