31 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ঈদে নৌযানে মোটরসাইকেল পরিবহনে নিষেধাজ্ঞা

ঈদে নৌযানে মোটরসাইকেল পরিবহনে নিষেধাজ্ঞা

নৌযান

বিএনএ, ঢাকা: ঈদের আগের ৫ দিন ও পরের ৫ দিন নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে সরকার। বুধবার (৬ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে ৫ দিন এবং পরের ৫ দিন যাত্রীবাহী কোনো নৌযানে মোটরসাইকেল পরিবহন করা যাবে না। প্রতি বছরই ঈদের সময় বিআইডব্লিউটিএ এ সিদ্ধান্ত নিয়ে থাকে, তাই এবারও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৩ জুলাই মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় বাইক চলাচল সাত দিনের জন্য নিষেধ করার কথা জানানো হয়। ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।এই আদেশের কারণে ঈদে এবার বাইকে করে বাড়ি ফেরার পথ বন্ধ হয়ে গেল। এমন নিষেধাজ্ঞার কারণে বাইকাররা তীব্র অসন্তুষ্ট ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ১০ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ