31 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাবির ‘এ’ ইউনিটে পাশের হার ২৬.৬২ শতাংশ

রাবির ‘এ’ ইউনিটে পাশের হার ২৬.৬২ শতাংশ

রাবি ভর্তি পরীক্ষায় ১ লাখ ৭৮ হাজার আবেদন জমা

বিএনএ, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কলা, সমাজবিজ্ঞান, চারুকলা, আইন অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার গড়ে ২৬.৬২ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে admission.ru.ac.bd পেজ ভিজিট করে ভর্তিচ্ছুরা ফলাফল জানতে পারবে।

মঙ্গলবার (৬ জুন) রাত ৯টায় ‘এ’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন  অধ্যাপক ড. মো,. ইলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মো,. ইলিয়াছ জানান, চার শিফটে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৩৬২ জন। প্রথম শিফটে পাশ করেছেন ৪ হাজার ৯৮০জন। পাশের হার ৩১.৯৬ শতাংশ যেখানে সর্বোচ্চ নম্বর ৮০.২৫। দ্বিতীয় শিফটে ৪ হাজার ৩০৯জন। পাশের হার ২৭.৫৪ শতাংশ যেখানে সর্বোচ্চ নম্বর ৮০.৫০। তৃতীয় শিফটে ৩ হাজার ৬১৬ জন। পাশের হার ২৩.১৮ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৭৩.৫০ এবং চতুর্থ শিফটে ৩ হাজার ৭২৩ জন। পাশের হার ২৩.৮০ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৭৬। সব মিলেয়ে চার শিফটে পাশের হার ২৬ দশমিক ৬২শতাংশ।

উল্লেখ্য, আজ সন্ধ্যায় ব্যবসা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ছিলো ৫০.৮২। এর আগে গত সোমবার (৫জুন)  বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছিল। ফলে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সবগুলো ইউনিটের ফলাফল প্রকাশ করলো রাবি প্রশাসন।

বিএনএনিউজ/সাকিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ