25 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেপ্তার রোহিঙ্গা যুবক উখিয়া বালুখালী ১২নং ক্যাম্পের মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৪)।

মঙ্গলবার (৬ জুন) র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়াপাড়া এলাকা থেকে এক রোহিঙ্গা যুবককে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। র‍্যাব বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আটক ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ধৃত মাদক কারবারী রোহিঙ্গা যুবক জানিয়েছে, দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় ( মাদকদ্রব্য) ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

উদ্ধার ইয়াবাসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজারের টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ