30 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » তিনমাস সাগরে ভাসার পর ৮১ রোহিঙ্গা ইন্দোনেশিয়া উপকূলে

তিনমাস সাগরে ভাসার পর ৮১ রোহিঙ্গা ইন্দোনেশিয়া উপকূলে

৮১ রোহিঙ্গা ইন্দোনেশিয়া উপকূলে

বিএনএ,বিশ্ব ডেস্ক: ছোট কাঠের ডিঙ্গি নৌকায় নারী শিশুসহ ৮১ রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের ইদামান দ্বীপে পৌঁছেছে।শুক্রবার(৪জুন)ভোরে স্থানীয় জেলেরা তাদের দেখতে পায়।
ইন্দোনেশিয়ার মেডান থেকে আল জাজিরার প্রতিনিধি জানান, ১০০দিনেরও বেশি সাগরে ভাসতে ভাসতে রোহিঙ্গারা অনেকটা অপরিচিত ওই দ্বীপটির উপকূলে পৌঁছায়।দ্বীপটিতে সাধারণত জেলেরা বিশ্রাম নেয়।

May be an image of 16 people, people sitting, people standing and outdoors

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় শরণার্থীদের শিক্ষা ও মনস্তাত্তিক সহায়তাদানকারী বেসরকারি সংগঠন(এনজিও) Geutanyoe Foundation এর পরিচালক রিমা শাহ পুত্রা জানান, তাদের মাঠ কর্মীরা এসব শরণার্থীদের সাথে দেখা করেছেন। রোহিঙ্গারা জানান, তারা তিনমাসেরও বেশি সময় সাগরে নৌকা ভ্রমণ করে সেখানে উপস্থিত হয়েছেন।
তারা আল জাজিরা প্রতিনিধিকে বলেন, ভারত হতে দু ইঞ্জিন বিশিষ্ট ১০০সিটের নৌকায় তারা ৯০জন যাত্রা করেছিলেন।পথিমধ্যে ৯জন অসুস্থ হয়ে নৌকায় মারা যান।

May be an image of one or more people, people standing, people sitting, tree and outdoors

এ সব রোহিঙ্গারা প্রথমে নৌকায় মালয়েশিয়া উপকূলে প্রবেশের চেষ্টা চালায়, কিন্ত সেখানে বাধা পাওয়ায় তারা আচেহ প্রদেশের দিকে রওয়ানা হয়।

রিমা শাহ পুত্রা জানান, তারা যে দ্বীপে উঠেছেন সেখানে শরণার্থীদের সহায়তা দেওয়ার মত কোন সুযোগ সুবিধা নেই।তাছাড়া দ্বীপটি মশায় ভরপুর।
এখন আচেহ কর্তৃপক্ষ তাদের আশ্রয় দেয় নাকি পুনরায় সাগরে ফেরত পাঠায় তাই দেখার বিষয়।

ছবি(photo) : Geutanyoe Foundation

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ