18 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ হারাল মা-ছেলে

কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ হারাল মা-ছেলে

ট্রাক

বিএনএ,কুষ্টিয়া: কুষ্টিয়ায় বালুবাহী ট্রাকের চাপায় মা-ছেলে নিহত হয়েছে।  শুক্রবার(৬ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার বটতৈল বাইপাস মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈলে ইউনিয়নের কবুরহাট গ্রামের নাজমুলের স্ত্রী অঞ্জনা খাতুন ও তার বড় ছেলে ইফতিয়াজ। ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র ছিল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অঞ্জনা খাতুনের শিশুপুত্র ইফাদ। তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

নিহত অঞ্জনার ভাই জহির বলেন, ‘বোনসহ তাঁর পরিবারের সবার দাওয়াত ছিল আমার বাড়িতে। আমার বাড়ি শহরতলির মোল্লা তেঘরিয়ার উদ্দেশে বেলা ১১টার দিকে ভাগনে ইফতিয়াজের মোটরসাইকেলযোগে বোন অঞ্জনা ও তার ছোট ছেলে রওনা হয়। আসার পথে বটতৈল বাইপাস মোড়ে তাঁরা সড়ক দুর্ঘটনার শিকার হয়। বেপরোয়া গতির বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে গিয়ে ট্রাকের ড্রাইভার ট্রাকটি রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইফতিয়াজের মৃত্যু হয়। গুরুতর আহত অঞ্জনা ও ইফাদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে অঞ্জনার মৃত্যু হয়। শিশু ইফাদের অবস্থার আশঙ্কাজনক।’

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী জানান, খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ট্রাকটিকে জব্দ করে নিয়ে যায়। চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার