15 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » ফুলপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ

ফুলপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে দুই বাসের সংঘর্ষের ঘটনার পর পুনারায় দুই বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৭ জন।

শুক্রবার (৬ মে) সকাল ১০ টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় পর প্রায় ঘণ্টাখানেক রাস্তা বন্ধ ছিল। তবে এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে। এই ঘটনায় আহত ৭ জনের ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন বলেন, ময়মনসিংহ শেরপুর সড়কের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রথমে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ওই দুই বাসের পিছনে থাকা আরও দুই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। পরে আরও একটি প্রাইভেটকার আগে সংঘর্ষে জড়ানো দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দেয়। এতে ৫ টি গাড়িই ক্ষতিগ্রস্থ হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় গাড়ি চলাচল সচল করা হয়।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ