22 C
আবহাওয়া
৬:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ঈদে প্রাথমিকের ছুটি ১৪, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে ১৭ দিন

ঈদে প্রাথমিকের ছুটি ১৪, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে ১৭ দিন

ঈদে প্রাথমিকের ছুটি ১৪, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে ১৭ দিন

বিএনএ, ঢাকা: পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে স্কুল-কলেজের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ১৪ দিন আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ দিন ছুটি ঘোষণা করা হয়। আগামী ২১ এপ্রিল থেকে এই ছুটি শুরু হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি এ ঘোষণা দিয়েছে।

মাউশি মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছুটি বাড়ানো হয়েছে। আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস হবে। তারপর ছুটি শেষে আগামী ৭ মে থেকে আবারো ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, অন্যান্য বছর রমজান মাসজুড়ে প্রাথমিক ও স্কুল-কলেজ ছুটি থাকতো। তবে গত দুই বছর করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানেও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ