16 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সৌদিতে গাড়ি চাপায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত

সৌদিতে গাড়ি চাপায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত

সৌদিতে গাড়ি চাপায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত

সৌদিআরব প্রতিনিধি:  সৌদিআরবের আল খোবার শহরে গাড়ি চাপায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (৫এপ্রিল) বিকেলে আবু হাদরিয়া সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় নিহত ব্যক্তিরা মহাসড়কের পাশে একটি বাগানে কাজ করছিলেন। দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাগানে ঢুকে তাদের চাপা দেয়।

সৌদিআরবস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতরা হলো: বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া ও নূর আলমের ছেলে নয়ন সর্দার। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।

দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ বলেন, তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠান মেসার্স ইয়ামামার সাথে যোগাযোগ চলছে। তবে তিনি নিহত শ্রমিকরা বাংলাদেশের কোন জেলার বাসিন্দা বা তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক বলতে পারেন নি।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ