26 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » ১০২ কোটি টাকার বিনিয়োগ পেল পেপারফ্লাই

১০২ কোটি টাকার বিনিয়োগ পেল পেপারফ্লাই


বিএনএ, ঢাকা : লজিস্টিক-টেক কোম্পানি পেপারফ্লাই শীর্ষস্থানীয় ভারতীয় প্রযুক্তিভিত্তিক ই-কমার্স লজিস্টিক সমাধান প্রদানকারী ইকম এক্সপ্রেস থেকে আরও ১০২ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) পেপারফ্লাই নতুন এ বিনিয়োগের তথ্য জানিয়েছে।

ভারতীয় কোম্পানিটি গত বছর পেপারফ্লাইতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল। ফলে, এখন ইকম এক্সপ্রেসের মোট বিনিয়োগ স্থানীয় স্টার্ট-আপটিতে ২০২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পেপারফ্লাই হল বাংলাদেশে প্রথম দেশীয় প্রযুক্তি-ভিত্তিক লজিস্টিক কোম্পানি যা দেশব্যাপী সেবা প্রদান করে।

পেপারফ্লাইয়ের একজন কর্মকর্তার জানান, এই বিনিয়োগের অর্থ দিয়ে কোম্পানিটি বাংলাদেশের কুরিয়ার সেক্টরকে ডিজিটাল করতে চায়।

উল্লেখ্য, ২০১৬ সালে শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ এবং শামসুদ্দীন আহমেদ মিলে পেপারফ্লাই প্রতিষ্ঠা করেন। পেপারফ্লাই দেশের প্রথম প্রযুক্তি-নির্ভর লজিস্টিকস কোম্পানি যা সারা দেশব্যাপী সেবা প্রদান করছে। গত ৬ বছরে পেপারফ্লাই দেশের ই-কমার্স লজিস্টিকস ইন্ডাস্ট্রিতে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে, প্রবর্তন করেছে দেশব্যাপী দোরগোড়ায় ডেলিভারি, দ্বারপ্রান্ত থেকেই পণ্য সংগ্রহ, দ্রুততম মিড-মাইল নেটওয়ার্ক, অ্যাপ সমন্বয়করণ, ক্যাশবিহীন মূল্য পরিশোধ এবং আরো অনেক কিছু।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ