26 C
আবহাওয়া
৭:৪৯ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের মা-বোনকে কোপানোর অভিযোগ

কুষ্টিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের মা-বোনকে কোপানোর অভিযোগ


বিএনএ,কুষ্টিয়া:কুষ্টিয়ার ভেড়ামারায় এক শিক্ষার্থীর মা ও বোনকে বটি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে সানোয়ার হোসেন (৩৫) নামের এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। বর্তমানে আহত দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে ঐ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ভেড়ামারা থানায় অভিযুক্ত শিক্ষককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত সানোয়ার হোসেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক পদে চাকরি করেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামের মো. ইদবার আলীর ছেলে। ভেড়ামারা পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক সানোয়ার হোসেন (৩৫) ভেড়ামারা পৌর শহরের নওদাপাড়া এলাকায় দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রর বাসায় গিয়ে নিয়মিত প্রাইভেট পড়াতেন। এক পর্যায়ে তিনি ওই ছাত্রের মাকে অনৈতিক প্রস্তাব দেন।

সোমবার (৫ এপ্রিল) বেলা ৩টার দিকে আবার ওই বাড়িতে যান শিক্ষক সানোয়ার। সেসময় সানোয়ারের সঙ্গে ওই ছাত্রের মায়ের কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রভাষক সানোয়ার হোসেন রান্না ঘর থেকে বটি নিয়ে ছাত্রের মাকে মাথায় ও পেটে আঘাত করেন।

মাকে বাঁচাতে অনার্স পড়ুয়া মেয়ে এগিয়ে এলে তাকেও আঘাত করে রক্তাক্ত জখম করে দৌড়ে পালানোর চেষ্টা করেন সানোয়ার। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে প্রভাষক সানোয়ারকে ধরে পুলিশকে খবর দেয়।

এদিকে মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গৃহবধূর শরীরে ৬২টি সেলাই দেওয়া হয়েছে। আহত মেয়েকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঐ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ্ধ করা হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা