31 C
আবহাওয়া
১:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, (সাভার) ঢাকা: ঢাকার সাভারে নাভানা ফার্নিচার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৬ মার্চ) বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার নাভানা ফার্নিচার কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৬-৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাভানা ফার্নিচার কারখানার উড এ্যান্ড এমডিএফ সেকশনের এক্সিকিউটিভ এনামুল হক বলেন, বিকেলের দিকে আমার ফ্লোরের পশ্চিম পাশের কোনা থেকেই আগুনের সূত্রপাত হয়। কিন্তু কিভাবে আগুন লেগেছে তা জানি না। আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুরো কারখানা পুড়ে যায়। ভেতরে থাকা সব ফার্নিচার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬-৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

ফায়ার সার্ভিস জানায়, বিকেলের দিকে নাভানা ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ডাম্পিংয়ের কাজ চলছে। এটা শেষ হলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ জানানো যাবে। এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণও বলতে পারেননি এই কর্মকর্তা।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ