18 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » পিছিয়ে পড়েও রিয়ালের দাপুটে জয়

পিছিয়ে পড়েও রিয়ালের দাপুটে জয়

রিয়াল

বিএনএ স্পোর্টস ডেস্ক: পিছিয়ে পড়েও দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

মাইকেল ওয়ারজাবালের পেনাল্টি থেকে ম্যাচের ১০ম মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। ৪০তম মিনিটে মদরিচের পাসে রিয়ালকে সমতায় ফেরান কামাভিঙ্গা। এরপর বেনজেমার অ্যাসিস্টে ৪৩তম মিনিটে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন মদরিচ।

এরপর ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধানটা ৩-১ করেন বেনজেমা। এ নিয়ে লিগে নিজের ২০তম গোল করলেন ফরাসি ফরোয়ার্ড। মৌসুমের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও শীর্ষে আছেন তিনি। ৭৯তম মিনিটে কারভাহালের পাসে সোসিয়েদাদের জালে শেষ বলটি পাঠান আসানসিও।

এই জয়ে শীর্ষে থাকা রিয়াল লা লিগার চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় ৮ পয়েন্ট এগিয়ে গেল। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৩। ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে সোসিয়েদাদ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ